জুন থেকে আগস্ট: ভিসা ছাড়াই ঘুরে আসা যাবে কাতার থেকে!

Qatar free visa from Bangladesh

আগামী জুন মাসের ৪ তারিখ থেকে আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত দুই মাসের কিছু বেশি সময়ের জন্য ‘সামার ইন কাতার’ কর্মসূচি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

এ সময়ে যে কেউ দেশটিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কাতারে যারা অবস্থান করছেন তারা তাদের আত্মীয়-স্বজন, বন্ধু বা অন্য কোনো অতিথিকে কোনো ধরনের ফি ও প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে নিতে পারবেন।

গতকাল রোববার কর্মসূচি ঘোষণার সময় কাতার ন্যাশনাল টুরিজম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আকব আল বাকের বলেন, এখন যে কেউ কোনো ঝক্কি ছাড়াই এই নির্দিষ্ট সময়ের জন্য কাতারে আসতে পারবেন।

তবে একই সাথে তিনি জানিয়েছেন, যে কয়টি দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে তাদের নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।

২০১৭ সালের জুন মাস থেকে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের ওপর অবরোধ আরোপ করে। বর্তমানে ৮০টি দেশের নাগরিকদের ভিসা ছাড়া কাতারে ভ্রমণের সুবিধা রয়েছে। এ তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও আগামী দুই মাসের বিশেষ এই কর্মসূচিতে বাংলাদেশ অন্তর্ভূক্ত থাকবে।

তথ্যসূত্রঃ যমুনা নিউজ

Recent Posts